তেলাপোকা দূর করার ঘরোয়া ১২ উপায়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১১

রান্নাঘরের লাইট বন্ধ হলেই বেড়ে যায় তেলাপোকার আনাগোনা। তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ হয়ে ওষুধ দিলেও আরেক বিপদ, ঘরে থাকা শিশু কিংবা পোষা প্রাণীর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে বিষমুক্ত উপায়েই দূর করতে পারেন তেলাপোকা। তবে তেলাপোকা মারার মতোই জরুরি প্রতিরোধ করা। সেজন্য ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে। জেনে নিন কীটনাশক ছাড়াই কীভাবে মুক্তি পাবেন তেলাপোকার উপদ্রব থেকে।



  • বেকিং সোডার গন্ধ দূর করতে পারে তেলাপোকা। সমপরিমাণ চিনি আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে বাড়ির সব কোণে ছড়িয়ে দিন ভালো করে। সপ্তাহে দুই থেকে তিন দিন এভাবে বেকিং সোডা ছিটিয়ে দিলে দূর হবে বিরক্তিকর এই পতঙ্গ। 

  • নিম পাতা ছড়িয়ে দিন ঘর ও রান্নাঘরের আনাচেকানাচে। তিন দিন পর সরিয়ে ফেলুন। নিম অয়েলের সঙ্গে গরম পানি মিশিয়ে স্প্রে করলেও উপকার পাবেন 

  • এক লিটার পানিতে একটি রসুনের কোয়া, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া এবং ১টি পেঁয়াজ বেটে মেশান। এক ঘণ্টা পর ১ টেবিল চামচ লিকুইড সোপ মিশিয়ে দ্রবণটি তেলাপোকার বাসায় ছিটিয়ে দিন। চলে যাবে তেলাপোকা।

  • তেলাপোকা ন্যাপথলিনের গন্ধ সহ্য করতে পারে না। যেখানে তেলাপোকা বেশি আসে সেখানে কয়েকটি ন্যাপথলিন ছড়িয়ে দিন। কমে যাবে তেলাপোকা।

  • বোরিক পাউডারের সঙ্গে আটা বা ময়দার গুঁড়া মিশিয়ে ছড়িয়ে দিন ঘরের চারপাশে। দূর হবে তেলাপোকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও