মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু
রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ। তবে সারাদিন এ ঘটনার বিষয়ে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। সন্ধ্যার পর মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হলে সেখানে কর্মরত সাংবাদিকরা বিষয়টি জানতে পারেন।
রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এক প্রত্যক্ষদর্শীর বরাতে ঢাকা পোস্টকে বলেন, মহাখালীতে রেললাইনের ওপর দিয়ে পরষ্পর গলা ধরাধরি করে হাঁটছিল তিন শিশু। পেছন থেকে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন আসছিল। কয়েক গজ দূরত্বে থাকা এক ব্যক্তি চিৎকার করে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। কিন্তু তারা শুনতে পায়নি। ট্রেনের ধাক্কায় তারা ছিটকে পড়ে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।