কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অবশেষে ব্লান্ডেলের প্রতিরোধ ভাঙলেন হাসান

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৫

দ্বিতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড ৩৪ ওভারে ১৬৭/৬ (ইশ সোধি ১*, কোল ম্যাককনচি ৭*; উইল ইয়াং ০, ফিন অ্যালেন ১২, চ্যাড বাওয়েস ১৪, নিকোলস ৪৯, রাচিন রবীন্দ্র ১০, টম ব্লান্ডেল ৬৮) 


নিকোলসের আউটের পরও প্রান্ত আগলে ছিলেন টম ব্লান্ডেল। তার আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত ৩৩.৫ ওভারে ব্লান্ডেলের প্রতিরোধ ভেঙেছেন হাসান মাহমুদ। দারুণ এক ইয়র্কারে কিউই ব্যাটারকে বোল্ড করেছেন তিনি। তাতে ৬৮ রানে থেমেছেন ব্লান্ডেল। তার ৬৬ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়।  


রবীন্দ্রকে ফেরালেন মেহেদী


সেট হওয়া জুটি ভাঙার পরও ব্লান্ডেলকে আটকানো যায়নি। একপ্রান্ত আগলে আক্রমণাত্মকভাবে খেলছেন। তবে অপরপ্রান্ত এখনও নড়বড়ে করে রেখেছে বাংলাদেশ। নতুন নামা রাচিন রবীন্দ্রকে ((১০)) টিকতে দেয়নি। ৩০.১ ওভারে এই ব্যাটারকে এলবিডাব্লিউতে আউট করেছেন শেখ মেহেদী। 
 
পাওয়ার প্লেতে টপ অর্ডার ধসিয়ে দিয়েছিল বাংলাদেশ। ৩৬ রানে তুলে নিয়েছিল ৩ উইকেট। প্রতিরোধ গড়ে শুরুর সেই ধাক্কা সামাল দেয় টম ব্লান্ডেল-হেনরি নিকোলস জুটি। দলকে এগিয়েও নিতে থাকেন তারা। চতুর্থ উইকেটে এই জুটিতে ভর করেই একশ ছাড়িয়েছে দলের স্কোর। ব্লান্ডেল তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো ৯৫ রানের এই জুটি ভেঙে স্বস্তি ফিরিয়েছেন খালেদ আহমেদ। ২৬.২ ওভারে স্টাম্পের বাইরে এই পেসারের ব্যাক অব লেংথের বলে ব্যাট চালাতে গিয়ে গ্লাভসবন্দি হয়েছেন নিকোলস। তাতে এক রানের জন্য হাফসেঞ্চুরি পাননি তিনি। ৬১ বলে নিকোলস ৪ চারে ৪৯ রানে ফিরেছেন।   



পাওয়ার প্লেতে কিউইদের টপ অর্ডার ধসিয়ে দিয়েছে বাংলাদেশ


নিউ জিল্যান্ড টস জিতে ব্যাটিং নিলেও তাদের শুরুতেই বিপদে ফেলেছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে তুলে নিয়েছে টপ অর্ডারের তিন উইকেট। তাতে শুরুটা প্রত্যাশা মতো হয়নি সফরকারীদের। ১০ ওভারে এসেছে ৪১ রান। 



অভিষেক ওভারেই খালেদের উইকেট


মোস্তাফিজের দুই উইকেট শিকারে পাওয়ার প্লেতে বিপদে পড়ে গেছে নিউ জিল্যান্ড। তাদের ওপর চাপটা আরও বাড়িয়ে দিয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা খালেদ। প্রথম ওভার করতে এসেই ৭.৫ ওভারে তুলে নেন চ্যাড বাওয়েসের উইকেট (১৪)। ব্যাক অব লেংথের বলটা পুল করতে গিয়ে সফট ডিসমিসাল হয়েছেন কিউই ব্যাটার। স্কয়ার লেগে তার ক্যাচ নিতে ভুল করেননি তাওহীদ হৃদয়।   



দুই ওপেনারকে ফেরালেন মোস্তাফিজ


উইল ইয়াংকে ফিরিয়ে সপ্তম ওভারে আবারও আঘাত হানেন মোস্তাফিজ। তার গতিময় বলে ড্রাইভ করতে গিয়ে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়েছেন ফিন অ্যালেন (১২)। তাতে পাওয়ার প্লেতে মোস্তাফিজের আঘাতে সাজঘরে ফিরেছেন কিউই দুই ওপেনার। প্রথম ওয়ানডেতেও মোস্তাফিজের শিকার ছিলেন অ্যালেন। 



শুরুতে মোস্তাফিজের আঘাত


টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ছিল নিউ জিল্যান্ড। বিশেষ করে ফিন অ্যালেন বাউন্ডারি মেরে শুরুতে রান তোলায় মনোযোগী হয়েছেন। কিন্তু ২.৩ ওভারে দারুণ এক সুইং ডেলিভারিতে গত ম্যাচে ফিফটি করা উইল ইয়াংকে ‍শূন্যতে গ্লাভসবন্দি করিয়েছেন মোস্তাফিজ। তাতে টানা দুই ম্যাচে শুরুতে অবদান রাখলেন কাটার মাস্টার। বিশ্বকাপের আগে যা আশার সঞ্চার করছে বাংলাদেশ শিবিরে। 


টস হেরেছে বাংলাদেশ 


নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতেছিল বাংলাদেশ। লাভ হয়নি যদিও। ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে। মিরপুরে দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি মাথায় নিয়ে মাঠে নামছে দুই দল। আশার কথা টস হয়েছে যথা সময়েই। শুরুতে টস ভাগ্যে হেসেছে নিউ জিল্যান্ড। তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। 


বাংলাদেশ দলে দুটি পরিবর্তন, নিউ জিল্যান্ড অপরিবর্তিত  


কিউই দলে কোনও পরিবর্তন নেই। তবে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। ওয়ানডে অভিষেক হচ্ছে ১২ টেস্ট খেলা পেসার খালেদ আহমেদের। বাদ পড়েছেন নুরুল হাসান। তানজিম সাকিবের ইনজুরি থাকায় হাসান মাহমুদ একাদশে ফিরেছেন। 


বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ মোস্তাফিজুর রহমান।


নিউ জিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বাওয়েস, হেনরি নিকলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।


মূল্যায়নের সিরিজে বাধা বৃষ্টি 


বিশ্বকাপের আগে এটা হতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকারদের মূল্যায়নের মঞ্চ। কিন্তু প্রথম ওয়ানডেতে যে বাংলাদেশ কোনও ব্যাটিংই করতে পারেনি! বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ওয়ানডেতেও একই অবস্থা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনও চোখ রাঙাচ্ছে বৃষ্টি! ফলে এই এদিনও পুরো ম্যাচ হবে কিনা তা নিয়ে সংশয় আছে। 


মিরপুরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ টস জিতে বোলিং নিলেও সেটার গুরুত্ব মাঠে প্রমাণ করে দেখিয়েছে। খেলা হয়েছে ৩৩.৪ ওভার। তাতে দুই দফা বৃষ্টি হানা দিয়েছে। প্রথমবার তো প্রায় ঘণ্টা দুয়েকের মতো! পরে তুমুল বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত করতে হয়েছে। তার আগে ১৩৬ রানে কিউইদের ৫ উইকেট নিতে পারে বাংলাদেশ দল। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নতুন বলে পাওয়ার প্লেতে কিউইদের দুই উইকেট তুলে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ক্যারিয়ারে ৯০ ইনিংসে এমনটা করতে পেরেছেন মাত্র ৪বার! ফলে বিশ্বকাপের আগে এটা আশার সঞ্চার করেছে বাংলাদেশ শিবিরে। পরে উইল ইয়াং ও হেনরি নিকোলসের ৯৭ রানের জুটি ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে তুলে দিয়েছিলেন। ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট।



বামহাতি স্পিনার নাসুম আহমেদও কম ছিলেন না। বৃষ্টি নামার আগে এক ওভারে জোড়া ধাক্কায় সফরকারীদের এলোমেলো করে দিয়েছিলেন। তাদের ওপর আরও চেপে বসার মুহূর্তেই শুরু হয় বর্ষণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও