২০ দিনে রিজার্ভ কমেছে ১৬২ কোটি ডলার

প্রথম আলো বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩২

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ দশমিক ৬২ বিলিয়ন বা ১৬২ কোটি মার্কিন ডলার কমেছে। এর কারণে এখন রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ১৪৫ কোটি ডলার।


বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে রিজার্ভ কমার এই চিত্র দেখা যায়। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ আগস্ট রিজার্ভ ছিল ২ হাজার ৩০৬ কোটি ৯৫ লাখ ডলার।


বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক মুদ্রা আয়ের বড় দুই উৎসের একটি প্রবাসী আয় ব্যাংক মাধ্যমে আসা কমেছে। গত দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে প্রবাসী আয় আসা সাড়ে ১৩ শতাংশ কমেছে। এ ছাড়া চলতি মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই-আগস্ট সময়ের আমদানির দায় বাবদ ১৩১ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে। অন্যদিকে, রিজার্ভ থেকে বাজারে ডলার বিক্রি করাও হচ্ছে। এসব কারণেই মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও