ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে কী অর্জন করতে চায় সৌদি আরব
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫২
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বিগত কয়েক মাস ধরে সম্পর্ক স্বাভাবিক করতে আলোচনা চালাচ্ছে সৌদি আরব ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র এরই মধ্যে পরিষ্কার করে বলেছে, মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইসরায়েল তাদের দুই প্রধান মিত্র এবং তাদের মধ্যকার মৈত্রী ওয়াশিংটনের অন্যতম প্রধান লক্ষ্য। আরেক ধাপ এগিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তো বলেই ফেলেছেন, এ দুই দেশের মৈত্রী তাদের ‘জাতীয় নিরাপত্তা স্বার্থ’।
সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি এমন সময়ে সামনে এসেছে, যার মাত্র কয়েক মাস আগেই রিয়াদ দীর্ঘ সময়ের বৈরী ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, প্রতিনিয়তই সৌদি আরব ও ইসরায়েল পরস্পরের ঘনিষ্ঠ হচ্ছে।