
উ. কোরিয়াকে রাশিয়ার সহায়তা হবে ‘প্রত্যক্ষ উসকানি’: দ. কোরিয়া
উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার উষ্ণ সম্পর্কে উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেছেন, ইউক্রেন যুদ্ধে সহায়তার বিনিময়ে মস্কো যদি পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচি বাড়াতে সাহায্য করে, তবে তা হবে সরাসরি উসকানি। এ ক্ষেত্রে চুপচাপ বসে থাকবে না সিউল ও তার মিত্ররা।
জাতিসংঘের সাধারণ পরিষদের বুধবার ইউন বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে কেবল ইউক্রেনে নয়, দক্ষিণ কোরিয়ার শান্তি ও নিরাপত্তাকেও হুমকিতে ফেলবে।’
চলতি মাসে মস্কো সফর করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এক সপ্তাহের লম্বা সফরে দুই দেশের সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা আসে।