![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-09%252Fd27838bf-0a70-43c0-8430-23fd4a3db5dc%252F318668764_221750630204820_1622604671206260338_n.webp%3Frect%3D0%252C0%252C1440%252C810%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
‘খালিস্তান’ আন্দোলনের সমর্থনের অভিযোগ, ভারতে কানাডীয় গায়কের কনসার্ট বাতিল
প্রথম আলো
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬
ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে দেশ দুটি। এ উত্তেজনার সূত্রপাত কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার মধ্য দিয়ে। হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করেছে কানাডা। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।
বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে যখন উত্তেজনা চলছে, তখন ভারতে পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল করলেন পাঞ্জাবি বংশোদ্ভূত কানাডীয় গায়ক শুভ। খবর ইন্ডিয়ান এক্সেপ্রেসের
- ট্যাগ:
- বিনোদন
- কনসার্ট বাতিল
- কূটনৈতিক লড়াই