হরদীপ সিং হত্যা: ভারত-কানাডার বিরোধ নিয়ে পশ্চিমারা কেন উদ্বিগ্ন
প্রথম আলো
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০০
ভারত–কানাডার মধ্যকার কূটনৈতিক বিরোধ নিয়ে বিশ্বনেতারা উদ্বিগ্ন। এ বিরোধ যাতে আন্তর্জাতিক সম্পর্কের অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে না পড়ে, নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, তা নিশ্চিতে পশ্চিমা মন্ত্রী-কর্মকর্তারা নিরলসভাবে কাজ করবেন।
যুক্তরাষ্ট্রসহ অন্য পশ্চিমা শক্তিগুলো এখন যা চায়, তা হলো অটোয়া-নয়াদিল্লির মধ্যে চলমান বিরোধের জেরে যেন ভারতের সঙ্গে তাদের বিভক্তি বা দূরত্ব তৈরি না হয়।
কেননা, ভূরাজনৈতিক দাবার বোর্ডে ভারত এখন একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ভারত শুধু একটি ক্রমবর্ধমান শক্তিই নয়, তারা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। তারা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। তা ছাড়া পশ্চিমারা ভারতকে চীনের বিরুদ্ধে একটি সম্ভাব্য শক্তিশালী প্রতিরক্ষাপ্রাচীর হিসেবে বিবেচনা করে আসছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে