কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকার মধ্যে ফ্রেঞ্চ ফিল পাবেন এখানে গেলে

প্রথম আলো প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫১

লতাপাতায় জড়ানো ধূসর সিঁড়ি বেয়ে ওপরে এসে গেট ধরলেই বুঝবেন এটা ভিন্ন রকম। হালকা সবুজাভ কাঠের সঙ্গে খোপ খোপ করে কাচের নকশা করা দরজা। দরজার ওপরে ফুলের গোলাকার একটি বৃত্ত, তার ঠিক ওপরে একটি পাখি, সঙ্গে ওয়েলকাম লেখা একটা ঘণ্টি। হাতলে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেই সবখানে হালকা নীল আর সাদার একটা আবহ চোখে পড়বে। শুরুতেই একটা কাঠের শেলফ, যেখানে কিছু ক্রোকারিজ আর শোপিস।


শেলফের মাথার দিকে দুটি ছোট্ট ফুলেল নকশার ব্রিফকেস আর একটি ফুলের পাত্র। জায়গাটুকু উষ্ণ আলোয় ঘেরা। সেখান থেকে ডানে তাকালেই পুরো রেস্তোরাঁটা একনজরে দেখে নেওয়া যায়। খুব বেশি বড় না, সব মিলিয়ে ৭০০ বর্গফুটের একটু বেশি হবে। তবে প্রতিটি কোনা ঘুরে ঘুরে দেখার জন্য আপনার হাতে থাকতে হবে যথেষ্ট সময়। ঠিক এ কারণেই রেস্তোরাঁটা আর দশটা থেকে আলাদা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও