এনআইডি সেবা কবে যাবে স্বরাষ্ট্রের হাতে?
আইন পাস হলেও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা এখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে যাচ্ছে না। যতদিন তাদের অফিস, লোকবলসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন না হবে, ততদিন এনআইডি’র কার্যক্রম ইসির অধীনেই থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
বুধবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পাস হওয়া আইনের বিধানের কথা উল্লেখ করে তিনি এ কথা জানান।
মো. জাহাংগীর আলম বলেন, ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের নতুন আইনে দেওয়া আছে, সরকার যখন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এটি কার্যকর করার তারিখ নির্ধারণ করবে, তখন কার্যকর হবে। যতক্ষণ সরকার আইন কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত এনআইডি কার্যক্রম যেভাবে আছে, সেভাবেই থাকবে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে