যমুনা নদী রক্ষায় ১১ কোটি টাকার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
সমকাল
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৩
যমুনা নদী রক্ষায় বাংলাদেশকে ১০২ মিলিয়ন ডলার অর্থাৎ ১১ কোটি ২১ লাখ ৮ হাজার ৮১২ টাকার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংক যমুনা নদীতীর সুরক্ষা, নাব্যতা বৃদ্ধি, নদীতীরের মানুষদের বাস্তুচ্যুত হওয়া থেকে রক্ষা করতে, তাদের জীবনযাত্রার মান বাড়াতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করতে এ ঋণ অনুমোদন করেছে।
যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প ১ এর প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে একটি অন্যতম হলো- নদীপথগুলোর নাব্যতা বৃদ্ধি করা। যাতে করে সারাবছর পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারে। এতে করে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে।
এছাড়া নদীভাঙন এবং বন্যা থেকে প্রতিবছর প্রায় আড়াই হাজার হেক্টর জমি রক্ষা করা সম্ভব। স্থানীয় জনগণের জীবন-জীবিকা ও সম্পদের সুরক্ষা এবং নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে