ক্রোম থেকে কীভাবে চ্যাটবট ব্যবহার করবেন?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৬
এত দিন চ্যাটবটের বড় সমস্যা ছিল বেশিরভাগ ব্রাউজার থেকে এটি ব্যবহার করা যেত না। সেই জায়গাতে পরিবর্তন আনছে মাইক্রোসফট। খুব শিগগিরই গুগল ক্রোম থেকেও বিং এআই চ্যাটবট ব্যবহার করা যাবে।
কোম্পানির পক্ষ থেকে একটি ব্লগপোস্টে লেখা হয়েছে, বিং চ্যাট এবং বিং চ্যাট এন্টারপ্রাইস এবার ক্রোম ডেস্কটপ ব্রাউজারেও সাপোর্ট করবে। উইন্ডোজ, ম্যাক্স এবং লিনাক্স তিন ক্ষেত্রেই ক্রোম থেকে ব্যবহার করা যাবে চ্যাটবটটি এবং সেক্ষেত্রে লেটেস্ট স্টেবল চ্যানেল আপডেট করে নিতে হবে। ডেস্কটপ ও মোবাইলের থেকে অন্যান্য ব্রাউজারের জন্যও এই সুবিধা খুব শিগগিরই দেওয়া হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ক্রোম ব্রাউজার
- চ্যাটবট