 
                    
                    জাপানে প্রতি ১০ জনে একজনের বয়স ৮০
বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক জনগোষ্ঠীর বাস জাপানে। এশিয়ার দেশটিতে প্রতি ১০ জনের মধ্যে একজনের বয়স ৮০ বছর বা তার বেশি। এমন দীর্ঘায়ু জাপানে প্রথম দেখা গেল বলে বিবিসি জানিয়েছে।
দেশটির জাতীয় ডেটা বিশ্লেষণে দেখা যায়, সাড়ে ১২ কোটি জনসংখ্যার মধ্যে ২৯ দশমিক ১ শতাংশেরই বয়স ৬৫ বছর বা এর বেশি। এর আগে এমন পরিস্থিতি হয়নি।
বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশগুলোর মধ্যে জাপান একটি। জাতিসংঘ বলছে, ৬৫ ঊর্ধ্ব বয়সের জনসংখ্যার অনুপাত অনুসারে দেশটিতে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠীর বাস।
ইতালিতে এ অনুপাত ২৪ দশমিক ৫ শতাংশ ও ফিনল্যান্ডে ২৩ দশমিক ৬ শতাংশ। এ অনুসারে, সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠীর তালিকায় ইতালি দ্বিতীয় ও ফিনল্যান্ড তৃতীয় অবস্থানে রয়েছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                