কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেইল পলিশ জায়গায় জায়গায় উঠে যাচ্ছে?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪০

হাতের নখের সৌন্দর্য বাড়ায় নেইল পলিস। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই জায়গায় জায়গায় নেইল পলিশ উঠে যাওয়াটা বেশ বিরক্তিকর। কিছু টিপস মানলে নেইল পলিশের রঙ দীর্ঘস্থায়ী হবে নখে। 


ভেজা নখে নেইল পলিশ একদম লাগাবেন না। নখ ভেজা থাকলে রঙ বসতে চায় না। তাছাড়া দুই একদিন বাদে তা উঠেও যেতে পারে।


নেইল পলিশ ব্যবহার করার আগে নখ ট্রিম করে নিন।


নখ খুব ভালো করে মুছে নিন। পুরনো শেড নখে না থাকলেও রিমুভার দিয়ে নখ পরিষ্কার করুন। এতে নখের স্বাভাবিক তেল উঠে যাবে। এরপর সাবান দিয়ে হাত ধুয়ে মুছে নিন। এরপর ব্যবহার করুন নেইল পলিশ।


নেইল পলিশ লাগানোর পর এক কাপ বরফ গলা পানিতে আঙুল ডুবিয়ে দিন। এতে নেইল পলিশ শুকিয়েও যাবে, আবার ভালো করে নখেও বসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও