‘এসপি জানে এই সরকার না থাকলে চাকরি থাকবে না’
‘এসপি জানে এই সরকার না থাকলে চাকরি থাকবো না। ডিসি মনে মনে জানে এই সরকার না থাকলে ট্রান্সফার করে দেবে।’ সম্প্রতি স্থানীয় এক সংবাদমাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন।
সেই সাক্ষাৎকারের চার মিনিট দুই সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, কাউন্সিলর খোকন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের অনুসারী বলে পরিচিত। গত ১২ সেপ্টেম্বর দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর তীব্র সমালোচনা করেছেন।
ওই ভিডিওতে কাউন্সিলর খোকন বলছেন, ‘সারা নারায়ণগঞ্জে বিএনপির লোকজন আওয়ামী লীগরে বকতেছে, শেখ হাসিনারে উচ্চবাচ্য বলতেছে, নানান কথা বলতেছে। আর মেয়রসহ বড় বড় নেতারা (আওয়ামী লীগের) পোস্ট নিয়ে বসে রয়েছে।’