কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অপরিকল্পিত মাছ চাষে কমছে আবাদি জমি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৬

ময়মনসিংহে অপরিকল্পিতভাবে মাছ চাষের কারণে কমে যাচ্ছে ফসলি আবাদযোগ্য জমির পরিমাণ। লাভজনক হওয়ায় কৃষকরা মাছ চাষে ঝুঁকছে।


সদরের গোপালনগর গ্রামের কৃষক আব্দুল করিম। ছয় একর জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ করে আসছিলেন। মাছ চাষ লাভজনক হওয়ায় নিজস্ব ছয় একরসহ আরও চার একর জমি লিজ নিয়ে মোট ১০ একর জমিতে মাছ চাষ করতে পুকুর তৈরি করেছেন। তার মোট পুকুরের সংখ্যা ১১টি। গেলো সাত বছর ধরে তিনি মাছ চাষ করে আসছেন। ফসলি জমি না থাকায় ধান কিনে সারা বছর সংসার চালিয়ে আসছেন তিনি।


আব্দুল করিম বলেন, ‘ছোটবেলা থেকে দেখে এসেছি কৃষি ফসলের ওপর আমাদের পরিবার নির্ভরশীল। বাপ-দাদারাও কৃষিকাজ করে আসছে। তবে কৃষি আবাদ করে অতিরিক্ত মুনাফা পাওয়া যায় না। অল্পসময়ে লাভজনক কৃষি আবাদ বাদ দিয়ে ওই জমিতে পুকুর তৈরি করে মাছ চাষ শুরু করেছি। মাছ চাষ করে বছরে খরচ বাদে প্রায় ১০ লাখ টাকা মুনাফা থাকে। কিন্তু কৃষি আবাদ করে এই পরিমাণ লাভের মুখ কখনোই দেখা যায়নি। লাভজনক হওয়ায় নিজস্ব ছয় একর জমির সঙ্গে আরও চার একর জমি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেছি। দিন দিন মাছচাষির সংখ্যা বেড়েই চলেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও