জাপান, ভিয়েতনামের বিপক্ষে লড়াই করতে চায় বাংলাদেশ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:০০
প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। আগামীকাল চীনের হাংজুর উদ্দেশে রওনা হবেন সাবিনা-সানজিদারা। সেখানে তারা গ্রুপ পর্বে খেলবে ২০১১ বিশ্ব চ্যাম্পিয়ন জাপান ও শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে। তাদের বিপক্ষে খেলে নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের অবস্থানটাও দেখতে চাইছে বাংলাদেশ।
এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে বাংলাদেশে শক্তিশালী গ্রুপে পড়েছে। মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ায় সবার ওপরে থাকা জাপানকে সামলাতে হবে। পাশাপাশি গ্রুপে আছে ৩৪তম স্থানে থাকা ভিয়েতনাম ও ১০১ নম্বর র্যাঙ্কিংধারী নেপাল। আর বাংলাদেশের অবস্থান ১৪২ নম্বরে।
- ট্যাগ:
- খেলা
- এশিয়ান গেমস
- এশিয়ান গেমস ফুটবল