You have reached your daily news limit

Please log in to continue


একই ঠিকাদারি প্রতিষ্ঠান কেন বারবার কাজ পায়?

একই ঠিকাদারি প্রতিষ্ঠান কেন বারবার কাজ পায় তার কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি। তারা এ বিষয়ে আগামী বৈঠকে মন্ত্রণালয়কে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- একই ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে বার বার ট্রেন্ডারের কাজ পেয়ে থাকে তার রহস্য উদঘাটনের লক্ষ্যে একটি তদন্ত প্রতিবেদন আগামী সভায় উপস্থাপনে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এদিকে বৈঠকে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎস্যমুখে প্রক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজসমূহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্তকরণের জন্য সুপারিশ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন