You have reached your daily news limit

Please log in to continue


দালাল ছাড়া এবার আওয়ামী লীগের সঙ্গে কেউ থাকবে না: রেজা কিবরিয়া

নির্বাচন নিয়ে দুবার প্রতারণার শিকার হয়ে তৃতীয়বার আবার সেই আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা দেবে না কেউ। এবার কিছু দালাল ছাড়া তাদের সঙ্গে আর কেউ থাকবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া।

আজ শনিবার রাজধানীর প্রেসক্লাবে আকরাম খাঁ মিলনায়তনে গণ অধিকার পরিষদের একাংশের আয়োজনে ‘সংবিধান ও গণতন্ত্র: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন রেজা কিবরিয়া ৷

‘অংশগ্রহণমূলক নির্বাচন চাই, বিরোধী দলকে বলতে চাই, এইবারের নির্বাচনটা সুষ্ঠু হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে রেজা কিবরিয়া বলেন, ‘চমৎকার কথা। এই কথাটা আপনাদের মনে করিয়ে দিতে চাই। এইবারের নির্বাচনটা সুষ্ঠু হবে! তারা ক্ষমতায় আছেন কী ধরনের নির্বাচন দিয়ে, সেটা কিন্তু তিনি স্বীকার করেছেন। ফ্রড (প্রতারণা) ও অত্যাচার করে গত দুইটা নির্বাচন তারা পার হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে দুইবার ফ্রডের শিকার হয়ে তৃতীয়বার আবার তাদের বিশ্বাস করবে? বাঙালিরা এতটা সহজ নয়। কিছু দালাল আর দালাল দল ছাড়া কেউ থাকবে না। পরীক্ষিত চোর এবং ভোট চোর দুটোর কাছেই আবার এই দায়িত্ব দেওয়া যায় কে না? এটা জনগণ অবশ্যই ভাববে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন