আর অভিনয় না করলেও আফসোস নেই : শুভ
এ বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মুজিব-একটি জাতির রূপকার’। আনুষ্ঠানিক মুক্তির আগেই কানাডার টরন্টোতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। এই উৎসব বিশ^ চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক উৎসব হিসেবে স্বীকৃত।
কানাডার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বেললাইট বক্স সিনেমা-৭ প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে অংশ নিতে বাংলাদেশ থেকে সেখানে উড়ে যান ছবির প্রধান দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। আরও অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবিটি প্রদর্শনীর আগে তিনি এই চলচ্চিত্রের প্রেক্ষাপট এবং বিষয়বস্তু তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ফলেই এ চলচ্চিত্র নির্মাণের শুরু থেকে মুক্তি পর্যন্ত সঙ্গে থাকার সুযোগ হচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘অবর্ণনীয় ব্যস্ততার মধ্যেও এই চলচ্চিত্র নির্মাণে আন্তরিক সময়দানের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। প্রাথমিকভাবে বাংলা ও হিন্দি ভাষায় চলচ্চিত্রটি মুক্তি পাবে এবং বিশ^ব্যাপী আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী।