ভারত ম্যাচের আগের দিন অনুশীলন করবে না বাংলাদেশ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৪

আজ সকালেই বাংলাদেশ দল জানিয়ে দিয়েছে, কাল ভারতের বিপক্ষে খেলার আগে আজ আর অনুশীলনই করবে না তারা। 


পাঁচ দিনের বিরতির মধ্যে গতকালই বাংলাদেশ মাঠে এসেছিল শুধু। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুশীলন শুরুর কিছুক্ষণ পরেই প্রেমাদাসায় নামে বৃষ্টি। অনুশীলন অসমাপ্ত রেখে সাকিবরা ফিরে যান টিম হোটেলে। গতকাল তবু মাঠে এসেছিল বাংলাদেশ, আজ কোনো অনুশীলনই করবে না। 


কাল ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা আপাতত গুরুত্বহীন। টুর্নামেন্টে নিজেদের আর কোনো সমীকরণ নেই, বাংলাদেশের কাছে এশিয়া কাপের গুরুত্বও যেন হারিয়েছে। অনুশীলনের প্রয়োজনীয়তা সে কারণেই হয়তো ফুরিয়েছে। কলম্বোর অনুশীলন ফ্যাসিলিটিজ আর আবহাওয়াও গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, মাঠের অভাব নেই এখানে। তবে গুরুত্বহীন এক ম্যাচের আগে অনুশীলনের উপযুক্ত মাঠ অনুসন্ধান আর বৃষ্টিবাধার আশঙ্কায় এত অনুশীলন অর্থহীন মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছে। চোট-অসুস্থতা বেশ ভুগিয়েছে; বাংলাদেশ চাইছে, বিশ্বকাপের আগে যতটা সতেজ আর চোটমুক্ত থাকতে। গতকাল বাংলাদেশ দলকে দেখেও মনে হচ্ছিল, কোনোভাবে টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরতে পারলেই যেন বেঁচে যায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও