বিজ্ঞাপন দিয়ে পাত্রী খোঁজার গল্প এটি

প্রথম আলো প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১

‘আরও এক পৃথিবী’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে বাংলাদেশের ছোট পর্দার তারকা তাসনিয়া ফারিণের। অতনু ঘোষ পরিচালিত ছবিটি গত ফেব্রুয়ারি মাসে ভারতে মুক্তি পায়। প্রথম ছবিতেই বেশ আলোচনায় আসেন ফারিণ। কলকাতার পরিচালকদের নজর কাড়েন। সেই সময় ফারিণ বাংলাদেশের গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আরও এক পৃথিবী’ ছবি মুক্তির পর কলকাতার বেশ কয়েকটি ছবিতে কাজের প্রস্তাব আছে তাঁর। প্রায় আট মাস পর নতুন খবর দিলেন ফারিণ। কলকাতার আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘পাত্রী চাই’ নামে ছবিটি পরিচালনা করছেন বিপ্লব গোস্বামী। চিত্রনাট্যও তাঁর নিজের। ছবিতে আলো চরিত্রে দেখা যাবে ফারিণকে।

মঙ্গলবার কথা হয় তাসনিয়া ফারিণের সঙ্গে। ছবিটি করার ব্যাপারে ফারিণের বক্তব্য, ‘একবার পড়ার পর আর দ্বিতীয়বার পড়তে হয়নি চিত্রনাট্যটি। খুবই সুন্দর একটি গল্প। আমার খুব পছন্দ হয়েছে। আমার চরিত্রটি ধরেই গল্প এগোয়। এ ধরনের গল্পেই আমি সব সময় কাজ করতে চেয়েছি।’
কাজটিতে সুযোগ হলো কীভাবে, জানতে চাইলে ফারিণ বলেন, ‘মাস দু-এক আগের ঘটনা হবে। আমি ওই সময় “পূর্ণমিলনী” ওয়েব ফিল্মের শুটিং করছিলাম। এর মধ্যে বাংলাদেশের পরিচালক দীপংকর দীপন আমার সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কাছ থেকে জানতে পারি, কলকাতার বিপ্লব গোস্বামী আমাকে খুঁজছেন। বিপ্লব দাদার সঙ্গে দীপনদার আগেই সম্পর্ক ছিল। যাহোক, এরপর আমি, পরিচালক ও দীপন দাদা কয়েকবার জুম মিটিং করি। আমাকে গল্প পাঠানো হয়। পড়ে পছন্দ হয়। এরপর কথাবার্তা সব ঠিকঠাক হলো, কাজটি চূড়ান্ত করলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও