এক রাতে আমরা গরীব হই, মায়ের গয়নাও বিক্রি করতে হয়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৮

বলিউডের প্রভাবশালী কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান। একাধিক সুপারহিট সিনেমা নির্মাণ থেকে রিয়েলিটি শো-এর বিচারক কিংবা সঞ্চালকের ভূমিকাতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি একটি প্রডকাস্ট শো-তে ফারাহ জানিয়েছেন, বর্তমান অবস্থানে উঠে আসার আগে কতটা কষ্টে দিন পার করতে হয়েছে তাকে। 


ফারাহর বাবা কামরান খান ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা, যিনি বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন। তবে এই পরিচালকের তৈরিকৃত একটি সিনেমা ফ্লপ হওয়ার কারণে রাতারাতি পথে বসতে হয় পুরো পরিবারকে। 


সেই ঘটনার কথা উল্লেখ করে ফারাহ বলেন, ‘আমরা রাতারাতি ব্যর্থতা দেখেছি। ছবিটি শুক্রবার মুক্তি পেয়েছিল এবং শনিবারের মধ্যে তা চলে আসে প্রেক্ষাগৃহের বাইরে। রবিবার আমরা সর্বস্বান্ত। বাবা সেই ছবির জন্য মায়ের গয়না বন্ধক রেখেছিলেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে ছবিটি ভালো চলবে। কিন্তু সেটি হয়নি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও