লড়াইয়ে নামছে ভারত-শ্রীলঙ্কা, পরিসংখ্যান কার পক্ষে?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৪
রিজার্ভ ডে’র কল্যাণে ফল এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারতের সুপার ফোরের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে। যেখানে ২২৮ রানের রেকর্ড সর্বোচ্চ ব্যবধানের জয় ভারতকে এশিয়া কাপ টেবিলের শীর্ষে তুলে দিয়েছে। তবে ভারতের ধকল থামেনি, পাকিস্তানকে হারানোর পরদিনই আজ (মঙ্গলবার) তাদের মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কার। বাংলাদেশকে হারিয়ে দাসুন শানাকার দলটিও সুপার ফোরের যাত্রা শুরু করেছিল। এ নিয়ে টানা ১৩ ওয়ানডেতে জয় পেয়েছে লঙ্কানরা। তবে মুখোমুখি লড়াইয়ে কাগজে-কলমে এগিয়ে আছে ভারত।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। পাকিস্তানের সঙ্গে আগের দেখায় ভারতীয় টপ অর্ডার ব্যর্থ হলেও, সুপার ফোরে সেটি পুষিয়ে দিয়েছে রোহিতের দল। যা তাদের আজকের ম্যাচেও চনমনে রাখতে পারে। তবে টানা ম্যাচ খেলার ধকল সামলাতে হবে রোহিত-কোহলিদের।
- ট্যাগ:
- খেলা
- এশিয়া কাপ
- ভারত-শ্রীলঙ্কা