![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2019%252F08%252F13%252F8081320b103814b6c068bfc0fe9042b6-5d52e8eaa84e7.jpg%3Frect%3D0%252C0%252C1024%252C576%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
নতুন আইফোন আসছে কাল, পরিবর্তন হবে চার্জিং ব্যবস্থায়
প্রথম আলো
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৪
কাল মঙ্গলবার অ্যাপলের নতুন আইফোন ১৫ ও ১৫ প্লাস বাজারে আসছে। কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক মনে করছেন, নতুন এই স্মার্টফোন বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে যথেষ্ট। গত কয়েক সপ্তাহে কোম্পানির শেয়ারের দাম পড়ে গেছে। এখন নতুন ফোনের কল্যাণে অ্যাপলের শেয়ার ঘুরে দাঁড়াবে—এমনটাই আশা করছেন টিম কুক।
দ্য গার্ডিয়ান জানাচ্ছে, গত সপ্তাহে শেয়ারের দাম কমে যাওয়ায় অ্যাপলের বাজার মূলধন কমেছে ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলার। এ ক্ষেত্রেও কাজ করেছে ভূরাজনীতি। চীন–যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির কারণে চীনের বাজারে আইফোনের বিক্রি কমে যেতে পারে—এ আশঙ্কায় অ্যাপলের শেয়ারের দাম কমে যায়। বিশ্বে অ্যাপলের যত ফোন বিক্রি হয়, তার পাঁচ ভাগের এক ভাগই চীনে বিক্রি হয়।