![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/oxigen-tube-20230911162740.jpg)
অক্সিজেন টিউব নিয়ে বলিভিয়ায় খেলতে গেলো বিশ্বজয়ী আর্জেন্টিনা
বলিভিয়ার রাজধানি লাপাজ। সমূদ্রপৃষ্ঠ থেকে ৩৬২৫ মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি। স্বাভাবিকভাবেই এখানে অক্সিজেনের সমস্যা আছে। বিশেষ করে সমতলের মানুষরা এই শহরে গেলে অক্সিজেন সমস্যায় ভোগেন। আর এমন পরিস্থিতিতে ফুটবল? সেটা তো প্রায় অসম্ভবই।
যে কারণে দেখা গিয়েছিলো, লাপাজে গিয়ে আর্জেন্টিনার মত দল বলিভিয়ার কাছে ৬-১ গোলে হেরে আসে। দিয়েগো ম্যারাডোনা কোচ হয়ে আর্জেন্টিনা ফুটবলের দায়িত্ব নেয়ার পরই এই হারের (২০০৯ সালে) লজ্জায় পড়েছিলো লা আলবিসেলেস্তারা।
সেই বলিভিয়ায় এবারও খেলতে যেতে হচ্ছে আর্জেন্টিনা দলকে। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেই লাপাজে স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে খেলতে যেতে হচ্ছে আর্জেন্টাইনদের।
বুধবার ভোরে (বাংলাদেশ সময়) বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরই মধ্যে এই ম্যাচটি খেলার জন্য লাপাজে গিয়ে হাজির হয়েছেন লিওনেল মেসিরা।