You have reached your daily news limit

Please log in to continue


অজানা রোগ অতঃপর মৃত্যু

চার সন্তানের জননী হেলেন সিডেরথ। বড় মেয়ে বাদে বাকি সবাই অজানা রোগে প্রাণ হারায়। শিশু তিনটির মৃত্যুর কারণ আজ পর্যন্ত জানা যায়নি। পশ্চিমের নামী হাসপাতালের চিকিৎসকরা তাদের রোগ শনাক্তে ব্যর্থ হন। বিশ্বে ৩৫ কোটি মানুষের দেহে এমন সব রোগ বাসা বেঁধেছে, যেগুলোর কোনো নাম নেই। লিখেছেন তৃষা বড়ুয়া

মায়ের মন

‘আপনার এমন মনে হচ্ছে। আসলে তেমন কিছু হয়নি।’ এই কথা চিকিৎসকদের কাছ থেকে ব্রিটিশ নাগরিক হেলেন সিডেরথ কতবার শুনেছেন, তা তিনি গুণে শেষ করতে পারবেন না। তার দ্বিতীয় সন্তান উইলহেম সম্পর্কে চিকিৎসকদের এই বক্তব্য তাকে কখনো সন্তুষ্ট করতে পারেনি। ১৯৮৩ সালে উইলহেমের জন্মের পরপরই হেলেনের মনে হয়েছিল, ছেলের শারীরিক সমস্যা আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন