তেল চিটচিটে বোতল পরিষ্কারের সহজ টিপস
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৫
চুলার আশেপাশে থাকা বোতল বা বয়াম সহজেই তেল চিটচিটে হয়ে পড়ে। এগুলো পরিষ্কার করতে বেশ বেগ পেতে হয়। এছাড়া তেল রাখার বোতল পরিষ্কার করাও কঠিন। শুধু পানি দিয়ে ধুলে চিটচিটে ভাব যায় না। জেনে নিন কিছু প্রয়োজনীয় টিপস।
- তেলচিটে বোতল গরম পানি দিয়ে পরিষ্কার করতে পারেন। গরম পানিতে তেলের বোতল ডুবিয়ে রাখুন কয়েক ঘণ্টা। এরপর পানিসহ বোতল ভালো করে ঝাঁকিয়ে নিন। পানিতে মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন। এতে আরও ভালো ফল পাবেন।
- লেবুর রস বা সাদা ভিনেগারের সাহায্যে পরিষ্কার করুন তেল চিটচিটে বোতল। বোতলে ভরে ফেলুন লেবুর রস ও সাদা ভিনেগার মিশ্রিত পানি। মিনিট ২০ বিশেক পর ভালো করে ঘষে বোতল পরিষ্কার করে নিন। এতে বোতলের ময়লা এবং দুর্গন্ধ দুটোই দূর হবে।
- অর্ধের বালতি ঈষদুষ্ণ পানিতে ২ চা চামচ ওয়াশিং পাউডার দিন। এতে সাদা ভিনেগার, লেবুর রস এবং ১ চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। বোতলের বাইরেটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে ১৫ মিনিট এই পানিতে ডুবিয়ে রাখুন। তারপর পানিতে ধুয়ে মুছে নিন।
- ট্যাগ:
- লাইফ
- প্লাস্টিকের বোতল
- পরিষ্কারের কৌশল