কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিল না দিলে গ্যাস পাবে না বেসরকারি বিদ্যুৎকেন্দ্র

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮

বিল পরিশোধ না করলে আবারও আইপিপি (ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট) বিদ্যুৎকেন্দ্রের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। সম্প্রতি জ্বালানি বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত হয়। তবে এখন পর্যন্ত কোনও বিদ্যুৎকেন্দ্রের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার খবর পাওয়া যায়নি।


জ্বালানি বিভাগ সূত্র বলছে, তারা বিদেশ থেকে এলএনজি আমদানি করছে। আবার দেশের মধ্যে বিদেশি কোম্পানির কাছ থেকেও গ্যাস কিনে সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করছে।


কিন্তু নিয়মিত বিল পরিশোধ না করায় পেট্রোবাংলা যেমন এলএনজির দাম পরিশোধ করতে পারছে না, তেমনি বহুজাতিক তেল-গ্যাস কোম্পানিরও বিলও পরিশোধ করতে পারছে না। এ জন্য জ্বালানি বিভাগ থেকে আইপিপি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎকেন্দ্রগুলোর কাছে বিল আদায়ের লক্ষ্যে এর আগে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি কয়েক দফা বৈঠক করেও বিল আদায়ে বড় কোনও অগ্রগতি দেখাতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও