![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F09%2F11%2F-f675bc61eb354ab158ae2336553d2f31.jpg%3Fjadewits_media_id%3D877753)
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরাসি প্রেসিডেন্টের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ঢাকা সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট। বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতি সম্বলিত জাদুঘর ঘুরিয়ে দেখান বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।
পরে স্মৃতি জাদুঘরের পরিদর্শন বইতে স্মাক্ষর করেন ফরাসি প্রেসিডেন্ট।