You have reached your daily news limit

Please log in to continue


ভেনিস উৎসবের সেরা সিনেমা ‘পুওর থিংস’

শেষ হলো ৮০তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠানের সমাপনী আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসব শুরু হয়েছিল গত ৩০ আগস্ট। এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় ২৩টি সিনেমা। এগুলোর মধ্যে এশিয়ার একমাত্র সিনেমা জাপানের রিয়ুসুকে হামাগুচি পরিচালিত ‘এভিল ডাজ নট একজিস্ট’ জিতেছে গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড। উৎসবে মর্যাদাপূর্ণ গোল্ডেন লায়ন অ্যাওয়ার্ড জিতেছে যুক্তরাজ্যের সিনেমা ‘পুওর থিংস’।

পরাবাস্তব কমেডি সিনেমা ‘পুওর থিংস’-এর গল্প আত্মহত্যা করা বেলা ব্যাক্সটার নামের এক মেয়েকে কেন্দ্র করে। মস্তিষ্ক প্রতিস্থাপন করে মেয়েকে পুনরুজ্জীবিত করেন বিজ্ঞানী বাবা। প্রাপ্তবয়স্ক হলেও তার সবকিছু শিশুসুলভ। নিজেকে আবিষ্কারের সঙ্গে সঙ্গে ক্রমে স্বাধীন ও যৌন নিরীক্ষায় উদ্দীপ্ত হয়ে ওঠে সে। এ চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী এমা স্টোন। পুরস্কার হাতে নিয়ে সিনেমার সাফল্যের জন্য এমা স্টোনকে কৃতিত্ব দিয়েছেন পরিচালক ইয়োরগস ল্যানথিমস। ১ সেপ্টেম্বর ভেনিসে পুওর থিংস সিনেমার উদ্বোধনী প্রদর্শনী দেখে টানা আট মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান দর্শকেরা। ১৯৯২ সালে প্রকাশিত স্কটিশ কথাসাহিত্যিক অ্যালাসডেয়ার গ্রের ‘পুওর থিংস’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন