রাতেও হাসপাতালে ডেঙ্গুরোগীর ভিড়
চলতি বছর ডেঙ্গু জ্বরে মৃত্যু ও আক্রান্ত দেশের ইতিহাসের সব রেকর্ড ভঙ্গ। এখনো কমছে না ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুরোগীর চিকিৎসা দিতে হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে। প্রতিনিয়ত রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি ভিড় করছেন ডেঙ্গুরোগী। এমনকি রাতেও হাসপাতলগুলোতে রোগীর ভিড় দেখা যায়।
রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালটির নিচতলায় জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা ডেঙ্গুরোগীদের ভিড়। পুরো নিচতলাজুড়ে ডেঙ্গুরোগী। সেখানে ১০৭ নম্বর কক্ষে দুজন চিকিৎসক রোগীদের চিকিৎসা দিচ্ছেন। বাইরে করিডরে অপেক্ষা করছেন শতাধিক রোগী। যাদের মধ্যে মধ্যবয়সীর সংখ্যাই বেশি।