
ঘরে ঘরে জ্বর, সাবধান থাকবেন যেভাবে
একে তো অদ্ভুত আবহাওয়া। সকালে বৃষ্টি তো দুপুরে ভ্যাপসা গরম। তার ওপর আবার শুরু হয়েছে ডেঙ্গুর দাপট। ফলে প্রায় সব ঘরে কেউ না কেউ জ্বরে ভুগছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন আক্রান্ত হলে পুরো পরিবারের সবাই জ্বরের কবলে পড়ছেন।
কিন্তু প্রশ্ন হলো এই জ্বরটা আদতে কোনো জ্বর, তার নেপথ্যে নাটের গুরু কোন জীবাণু? অবশ্য তা বুঝতে পারা মোটেই সহজ নয়। কারণ, শুধুমাত্র উপসর্গ দেখে ঘাতক জীবাণুকে বুঝতে গিয়ে অনেক সময় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও৷ বস্তুত রক্ত পরীক্ষা ছাড়া উপায় থাকছে না। তবু চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা সম্বল করে গোড়ার দিকেই জ্বরটা চিনে নেওয়ার চেষ্টা করছেন নানা লক্ষণ-উপসর্গ দেখে।
কোনো জ্বর সাধারণ, কোনোটা আবার বেশ মেয়াদি৷ আর বিভিন্ন জ্বরের উপসর্গগুলো বদলে যাওয়ার ফলে বুঝে উঠতে পারছেন না ডাক্তাররাও। তাই তাদের পরামর্শ, প্যারাসিটামল ছাড়া জ্বরের জন্য অন্য কোনো ওষুধ খেয়ে বিপদ না বাড়ানোই ভালো৷ প্যারাসিটামলে জ্বর না কমলে জলপট্টি, মাথা ধোয়া এবং গা মুছিয়ে দেওয়ার মতো চিরকালীন টোটকায় ভরসা রাখার পাশাপাশি অবিলম্বে ডাক্তার দেখানোর কথাও বলছেন তারা৷