চট্টগ্রামে ২৬ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

জাগো নিউজ ২৪ রাঙ্গুনিয়া প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫০

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার একটি হত্যা মামলায় ২৬ বছর পর দিদারুল ইসলাম ওরফে জসিম (৫৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জসিম রাঙ্গুনিয়া থানাধীন পশ্চিম নিশ্চিন্তপুর গ্রামের প্রয়াত মেহেরুজ্জামানের ছেলে।


রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।


তিনি বলেন, হত্যা মামলাটি ১৯৯১ সালের। কিন্তু গ্রেফতার জসিম এজাহারভুক্ত আসামি ছিলেন না। তদন্তে তার নাম আসে। পরে পুলিশ অভিযোগ পত্র দিলে ১৯৯৬ সালে আদালত জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে জসিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৬ ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। সর্বশেষ চান্দগাঁও এলাকার অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও