বাইডেনের সঙ্গে সেলফি তোলা দেশের মানুষকেই ছোট করা: দুদু
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি তোলা এবং তা প্রকাশ করা দেশ ও দেশের মানুষকেই ছোট করার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেছেন, একটা সেলফির জন্য পেছনে পেছনে ঘোরা, যা ছেলেপেলে বা যুবক-যুবতীরা করে। একটা দেশের প্রধানমন্ত্রীর এ ধরনের ছবি তোলা ও তা প্রকাশ করা কতটা গুরুত্ব দিচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) বলেছেন, বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি দেখে বিএনপি নাকি কষ্ট পাচ্ছে।
রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে ‘নিরপেক্ষ নির্বাচন এক দফা দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আমাদের সরকারপ্রধান আমেরিকার প্রেসিডেন্টের পাশে বসবেন, পাশে দুই দেশের পতাকা থাকবে, সেটি হওয়াই স্বাভাবিক। যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসেছেন। কিন্তু মোদীর সঙ্গে বসে তো কোনো লাভ হয়নি, তাই বাইডেনের সঙ্গে সেলফি তোলা এবং ঢাকঢোল পিটিয়ে তা প্রকাশ হয়েছে। এতে দেশ এবং দেশের মানুষকেই ছোট করা হয়েছে।