![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/09/09/6c5f379d593bb72025c7d6fdbb18adc6-64fc4820787f0.jpg)
কবজি কাটার ভিডিও টিকটকে ছড়িয়ে নিজেদের সক্ষমতার জানান দিতেন তাঁরা: র্যাব
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৮
এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ গ্রুপের সদস্যদের শরীরের বিভিন্ন অঙ্গ ও কবজি বিচ্ছিন্ন করতেন তাঁরা। এসব ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে নিজেদের সক্ষমতার জানান দিতেন। এই চক্রের সাতজনকে গ্রেপ্তারের পর র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
হাতের কবজি কেটে ভিডিও ছড়িয়ে দেওয়া গ্রুপের সাতজনকে গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল পর্যন্ত বাগেরহাট ও রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-৬।
র্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন আহমেদ খান (২২), মো. হাসান ওরফে গুটি হাসান (২৪), মো. হানিফ হোসেন জয় (২৪), রমজান (২৩), মো. রাজু (১৯), মো. রাফিদুল ইসলাম রানা ওরফে রাফাত (২৩) ও তুষার হাওলাদার (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে