আগস্টে ভারতের মূল্যস্ফীতি নিম্নমুখী
বণিক বার্তা
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫
ভারতে মূল্যস্ফীতির পারদ গত জুলাইয়ে টানা ১৫ মাসের শীর্ষে ওঠার পর আগস্টে কিছুটা নেমে এসেছে। মূলত শাকসবজিসহ খাদ্যদ্রব্যের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে দেশটির। তবে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) ২-৬ শতাংশের মধ্যে মূল্যস্ফীতি ধরে রাখার লক্ষ্যমাত্রা এখনো পূরণ হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, বর্ষা মৌসুমের অতি বৃষ্টির প্রভাবে খাদ্যশস্যের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে দেশটির সরকার শাকসবজির দামে ভর্তুকি দিয়েছে এবং কিছু খাদ্যশস্য রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি সরকার নিম্নবিত্ত পরিবারে অস্থায়ী ত্রাণ সহায়তাও প্রদান করেছে।