কম খরচে কীভাবে ঘুরবেন পান্থুমাই জলপ্রপাতে?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৫
সরকারি ছুটিকে কেন্দ্র করে প্রায় সপ্তাহ খানেক ধরেই পরিকল্পনা ছিলো বন্ধুদের নিয়ে ভ্রমণে যাবে সিয়াম। ক্যাম্পাসের বন্ধুরাও যেতে বেশ আগ্রহ দেখালো।
কারণ ভ্রমণপিপাসুদের মনতো আর খাঁচায় বন্দী করা যায় না। তাই কংক্রিটের শহরে একটি ছুটি মানেই অনেক কিছু। ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেও কোথায় ঘুরতে যাবে এতদিনেও ঠিক করতে পারেনি সিয়াম।
তারপর সে তার ক্যাম্পাসের গ্রুপে পরামর্শ চাইলে বেশিরভাগ সিলেটের পান্থুমাই জলপ্রপাত দেখতে যেতে চাইলো। ঢাকা হতে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশন হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে হবে ভ্রমণ সঙ্গী হিসেবে।