দুই পা অচল, তবু সফল ফ্রিল্যান্সিংয়ে
জন্ম থেকেই অনিক মাহমুদের দুই পা বাঁকা। বড় হওয়ার সঙ্গে সঙ্গে দুই পা আরও বাঁকা ও সরু হয়ে যেতে থাকে। নিজে হাঁটতে পারেন না, হুইলচেয়ারই তাঁর সঙ্গী। তবে শারীরিক প্রতিবন্ধকতা জয় করেছেন তিনি।
২৫ বছর বয়সী অনিক হুইলচেয়ারে বসে অনলাইনে কাজ করেন একজন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে। কাজের ক্ষেত্র তথ্যপ্রযুক্তি। বিদেশি গ্রাহক বা প্রতিষ্ঠান বাইরে থেকে যেসব কাজ করিয়ে থাকে (আউটসোর্স), সেগুলো করে দেন তিনি। এভাবে অনিক মাহমুদের মাসিক আয় দুই হাজার ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১৮ হাজার টাকার বেশি।
গত মাসে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ফ্রিল্যান্সার সম্মেলনে দেখা হয় অনিক মাহমুদের সঙ্গে। হুইলচেয়ারে থাকায় দূর থেকেই নজরে পড়েন তিনি। জাতীয় ফ্রিল্যান্সার সম্মেলনে সফল ফ্রিল্যান্সার হিসেবে সম্মাননা পেয়েছেন তিনি। থাকেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে নিজের বাড়িতে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ফ্রিল্যান্সিং
- ফ্রিল্যান্সার