কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেসির ফ্রি কিক জাদুতে জয়ে শুরু আর্জেন্টিনার

দেশ রূপান্তর প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪

হোক নিজের ক্লাব ইন্টার মায়ামি বা জাতীয় দল। ৩৬ বছর বয়সেও লিওনেল মেসি যে কতটা দুর্বার, তার প্রমাণ রাখলেন আরও একবার। ট্রেডমার্ক ফ্রি কিকে আরও একবার মন মাতালেন তিনি সমর্থকদের। সুবাদে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আরেকটি বিশ্বকাপের বাছাই অভিযান শুরু করল জয় দিয়ে।


ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের মিশন শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭৮তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে দলের একমাত্র গোলটি করেন মেসি।


বুয়েনস আইরেসে ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। যদিও প্রথমার্ধে বল দখল ও আক্রমণে ইকুয়েডরের থেকে বেশ এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু গোলমুখ খুলতে পারেননি মেসিরা।


দ্বিতীয়ার্ধে বিশ্ব চ্যাম্পিয়নদের খেলার ঝাঁজ বাড়ে। ইকুয়েডরের মিডফিল্ডার কাইদাসো ৭৭ মিনিটে নিজেদের বক্সের সামনে লাওতারো মার্টিনেজকে ফাউল করে বসেন। ফলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও