You have reached your daily news limit

Please log in to continue


সেফটি ফিচার আসছে ক্রোমে

চলতি বছরে ক্রোমের ১৫তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে ক্রোম আনতে যাচ্ছে নতুন ডিজাইন আর সেফটি ফিচার। আগের সেই চিরাচরিত সাদা ব্যাকগ্রাউন্ড হয়তো থাকবে না। তার বদলে গুগল ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজেশন ফিচার চালু করতে যাচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের রঙয়ের লাইট ও ডার্ক মোড রয়েছে।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, ব্রাউজারের ডিজাইন পরিবর্তন করতে হলে, হোমপেজের ওপরে কাস্টমাইজ ক্রোমে গিয়ে নিউ বাটনে ক্লিক করতে হবে। এরপরে একটি পপআউট আসবে— যেখানে থিম পরিবর্তন করার অপশন আসবে। ব্যবহারকারী তার মনের মতো রঙ পছন্দ করার পরে ক্রোম আপনা আপনি সেই রঙয়ে রূপান্তরিত হয়ে যাবে। এখান থেকে ব্যবহারকারী তার পছন্দ মতো বা কম্পিউটারের সেটিংস অনুযায়ী লাইট বা ডার্ক মোড বেছে নিতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন