রাশিয়ার সহযোগীদের গুপ্তহত্যা করছে ইউক্রেন

www.tbsnews.net ইউক্রেন প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৩

এক মাস ধরে অপারেশনের প্রস্তুতি চলেছে। খারকিভের ভেলেকি বরলোক শহরের মেয়র ইয়েভহেন ইয়ুনাকভ রাশিয়ার সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছেন। বিশেষ বাহিনীর 'ককেশাস' নামক এক কমান্ডার ও স্থানীয় একদল অফিসারকে অপারেশনটির দায়িত্ব দেওয়া হলো।


টানা কয়েকদিন ধরে তারা ইয়ুনাকভের ওপর নজর রাখতে শুরু করলেন — ইয়ুনাকভ কখন জিনিসপত্র কেনেন, কখন-কোথায় যান, তার নিরাপত্তা কতটুকু শক্তিশালী। তারপর একদিন দূর থেকে ককেশাসের দলটি ইয়ুনাকভকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটালেন।


ঘটনার পরপরই অপারেশন পরিচালনাকারীরা আত্মগোপনে চলে যান। সপ্তাহখানেক পরে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে তাদের আবার দেখা যায়। তবে মেয়রের মৃতদেহ কখনো পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও