কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনুমতি ছাড়াই চলছিল হাসপাতালের সব কার্যক্রম

বাংলা ট্রিবিউন কুমিল্লা সদর প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৭

মেডিকন স্পেশালাইজড হাসপাতাল। এই হাসপাতালে নিয়মিত হয় অস্ত্রোপচার। ভর্তি আছে রোগী। আছে ইমার্জেন্সি বিভাগও। গত এক বছর ধরে কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকার এই হাসপাতালে কার্যক্রম চলছে। কিন্তু এই হাসপাতালের কোনও কাগজপত্রই নেই। না আছে অনুমতি। শুধু মেশিনপত্র কিনেই হাসপাতাল নাম দিয়ে এর কার্যক্রম চলছিল। সিভিল সার্জন কার্যালয়ের অভিযানের পর কথিত এই হাসপাতালের ভয়াবহ জালিয়াতির বিষয়টি সামনে আসে। পরে এক লাখ টাকা জরিমানা এবং ওই হাসপাতাল তাৎক্ষণিক সিলগালা করে দেয় অভিযান দলটি।


জানা গেছে, কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় প্রায় এক বছর ধরে এই হাসপাতালের কার্যক্রম চলছে। কিন্তু গত এক বছরে তারা একটি আবেদনপত্র জমা দিয়েই অপেক্ষা না করে কার্যক্রম শুরু করে। ডেঙ্গু পরীক্ষাসহ প্রায় সব ধরনের স্বাস্থ্য পরীক্ষায় সরকার অনুমোদিত মূল্যের তুলনায় বেশি নেওয়ার প্রমাণও পাওয়া গেছে এই কথিত হাসপাতালে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও