অঘোষিত সফরে হঠাৎ কিয়েভে ব্লিংকেন, ১০০ কোটি ডলারের সহায়তা ঘোষণা

www.ajkerpatrika.com ইউক্রেন প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৩

দুই দিনের অঘোষিত সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের জন্য আরও ১০০ কোটি ডলার সহায়তা ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পাল্টা আক্রমণেরও প্রশংসা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 


কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিংকেন। এ সময় তিনি রাশিয়ার বিপক্ষে বিগত কয়েক মাস ধরে চলা পাল্টা আক্রমণে ইউক্রেন যেভাবে এগিয়ে যাচ্ছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই পাল্টা আক্রমণ যাতে আরও তীব্র করা যায়, এ জন্য সামরিক সহায়তারও ঘোষণা দেন। ব্লিংকেন ঘোষিত ১০০ কোটি ডলার সহায়তার মধ্যে ৬৬ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করা হবে সামরিক সরঞ্জাম এবং বেসামরিক সুরক্ষা খাতে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও