ইমরান জেলে, পাকিস্তানে ফিরে নওয়াজ কী করবেন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক মাসের বেশি সময় ধরে কারাগারে। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজনের কথা বলেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী। এই নির্বাচনের আগে পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন বলে তাঁর দলের পক্ষ থেকে বলা হচ্ছে।
নওয়াজ শরিফের ছোট ভাই সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত মাসে বলেছিলেন, সাধারণ নির্বাচনের আগে অক্টোবরে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা দেশে ফিরবেন। আর নির্বাচনের মাধ্যমে তাঁদের দল ক্ষমতায় এলে নওয়াজ শরিফই হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পিএমএল-এন নেতা সাইফ-উল-মুলুক খোখার বলেছেন, নওয়াজ শরিফ আগামী ১৫ অক্টোবর যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে পাকিস্তানের লাহোরে পৌঁছাবেন। বিমানবন্দরে তাঁকে লাখো মানুষ স্বাগত জানাবেন।