সৌদি আরব ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে
সৌদি আরব চলতি বছরের শেষ পর্যন্ত প্রতিদিন ১০ লাখ ব্যারেল করে কম তেল উৎপাদন করবে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে প্রথম কার্যকর হওয়া এই নীতি ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ, আরও তিন মাস দৈনিক ১০ লাখ ব্যারল করে কম তেল উৎপাদন হবে সৌদি আরবে। নতুন এ সিদ্ধান্তের ফলে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে সৌদি আরবে প্রতিদিন প্রায় ৯ লাখ ব্যারেল করে তেল উৎপাদন হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- তেল উৎপাদন