কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একাদশে এক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৫

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। টসের পর বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘অবশ্যই প্রথমে ব্যাটিং করব। আগে ব্যাটিং না করার কোনো কারণ নেই।’ 


আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশ দুই দলই একাদশে একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামছে। এক পরিবর্তন এনে পাকিস্তান গতকালই একাদশ ঘোষণা করেছিল। বাংলাদেশের বিপক্ষে স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে বাদ দিয়েছে তারা। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। 


লাহোরে সব ম্যাচেই হচ্ছে বড় স্কোর। এশিয়া কাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় দেখা গেছে, স্পিনারদের চেয়ে পেস বোলিং কিছুটা হলেও কার্যকর ভূমিকা রাখছে, উইকেটও বেশি শিকার করছেন। তাই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের সঙ্গে যোগ করেছেন আরেক পেসার ফাহিমকে। তাঁদের সঙ্গে লেগ স্পিনার শাদাব খান ও স্পিন অলরাউন্ডার আগা সালমান আছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও