কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রামেক হাসপাতালেও মশার উৎপাত, ২৪ ঘণ্টায় মশারির নিচে রোগী

বাংলা ট্রিবিউন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৭

জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হতে শুরু করে। কয়েক দিনের ব্যবধানে রোগীর চাপ বাড়তে থাকায় ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ড খুলতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এরপর একে একে পাঁচটি ওয়ার্ড ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুত করা হয়। সব ওয়ার্ডই এখন ডেঙ্গু রোগীতে পূর্ণ। বর্তমানে ৮৪ জন ডেঙ্গু রোগী ওয়ার্ডগুলোতে চিকিৎসা নিচ্ছেন।


ডেঙ্গু পরিস্থিতি অবনতির কারণে হাসপাতাল কর্তৃপক্ষ শুরু থেকে পুরো হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো ওয়ার্ডগুলোতে মশার উৎপাত বিন্দুমাত্র কমেনি। এতে ২৪ ঘণ্টায় মশারির নিচে কাটছে রোগীদের। দুর্ভোগে অন্য সাধারণ রোগীরাও। বিব্রতকর পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষও।


সরেজমিনে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা গেছে, একজন রোগীও মশারির বাইরে বের হচ্ছেন না। জরুরি প্রয়োজন ও মেডিক্যাল পরীক্ষার জন্য বের হলেও মশা থেকে বেঁচে চলছেন। এমনকি ডিউটি ডাক্তারও এই বিষয়ে সতর্ক রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও