কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘‌অভিনেতা হিসেবে সালমান নিজেই ছিল অনন্য’

বণিক বার্তা প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০

ঢাকাই সিনেমার অন্যতম নায়ক সালমান শাহ। নব্বইয়ের দশকের এ অভিনেতা এ প্রজন্মের তারকাদের কাছেও বেশ জনপ্রিয়। মৃত্যুর দুই দশকের বেশি সময় পার হয়ে গেলেও তার জনপ্রিয়তায় চিড় ধরেনি। আজ সালমান শাহর ২৭তম মৃত্যুবার্ষিকী। চার বছরের চলচ্চিত্র জীবনে দেশের বিনোদন অঙ্গনের অনেক জনপ্রিয় তারকার সঙ্গে অভিনয় করেছেন তিনি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার সঙ্গে চারটি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। সিনেমাগুলো হচ্ছে বাদল খন্দকারের ‘স্বপ্নের পৃথিবী’, দীলিপ সোমের ‘মহামিলন’, শিবলী সাদিকের ‘মায়ের অধিকার’ ও জাকির হোসেন রাজুর ‘জীবন সংসার’।


দুটি সিনেমায় সালমানের মায়ের ভূমিকায় ও দুটি সিনেমায় সালমানের ভাবির ভূমিকায় অভিনয় করেছিলেন ববিতা। আজকের দিনে সালমান শাহকে নিয়ে কথা বলতে গিয়ে ববিতা বলেন, ‘‌‌দীলিপ সোমের মহামিলন সিনেমার শুটিং চলছিল কক্সবাজারে। একটি দৃশ্য ধারণ করা হচ্ছিল পাহাড়ের ওপর। আমার হাতে পিস্তল ছিল। দৃশ্যটিতে শুটিংয়ে অংশ নিয়েছিলাম আমি, রাজীব ভাই, শারমিন, সালমান শাহ, শাবনূর। সে দৃশ্য ধারণের নানা সময় আমি শুটিংয়ে আনা অন্য একটি চেয়ারে বসি। কারণ হোটেল থেকে আমার চেয়ারটি নিতে মনে ছিল না। সালমান বিষয়টি খেয়াল করে এবং শুটিংয়ে তার নেয়া চেয়ারটি আমাকে গিফট করে। আমি না করার পরও সালমান তার নিজের ব্যবহৃত চেয়ারটি তখনই আমাকে গিফট করে। সে চেয়ার দীর্ঘদিন আমার কাছে সংরক্ষিত ছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও