জামায়াত যোগাযোগ রাখলেও প্রকাশ্য দূরত্ব রাখবে বিএনপি
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৫
একসময়ের জোটসঙ্গী, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ থাকলেও প্রকাশ্যে কোনও সম্পর্কে যাবে না বিএনপি। গত জুনের শুরু থেকে ভেতরে ভেতরে উভয় পক্ষের যোগাযোগ থাকলেও বেশ কয়েকটি কারণে জামায়াতের সঙ্গে প্রকাশ্যে কোনও সম্পর্ক রাখবে না দলটি। এক্ষেত্রে সরকারবিরোধী যুগপৎ কর্মসূচির সঙ্গে মিল রেখে জামায়াত কর্মসূচি দিলেও বিএনপির কিছু করার থাকবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির প্রভাবশালী কয়েকজন নেতা।
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জানান, বেশ কয়েকটি কারণে জামায়াতের সঙ্গে পুরোনো সম্পর্কে ফিরে যাওয়ার কোনও সুযোগ বিএনপির সামনে নেই। নেতাদের সঙ্গে কথা বলে অন্তত চারটি কারণ পাওয়া গেছে, এসব কারণে জামায়াতের সঙ্গে প্রকাশ্য দূরত্ব রক্ষা করাই নিরাপদ মনে করে বিএনপি।